নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন নয়, বললেন কাদের; লুটপাটে মেতেছে সরকার-রিজভীর
(last modified Fri, 15 Mar 2024 12:35:37 GMT )
মার্চ ১৫, ২০২৪ ১৮:৩৫ Asia/Dhaka
  • নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন নয়, বললেন কাদের; লুটপাটে মেতেছে সরকার-রিজভীর

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের, বিকল্প কোন ব্যবস্থা নেই বলে সাফ জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সরকার পরিবর্তন চাইলে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে, নিয়মিত অবাস্তব কথার বুলি ওড়ায় বিএনপি৷ ওবায়দুল কাদের বলেন, বিএনপি কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে, সেই সক্ষমতা এখন হারিয়ে ফেলেছে।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সিন্ডিকেট আর লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে,নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন,লুটপাট,সম্পদ পাচার,আর দখলদারীত্বে,রাতারাতি কোটিপতি হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তিনি বলেন ৭ জানুয়ারি নির্বাচনের পর,দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে, বিএনপিকে নিশ্চিহ্ন করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে সরকার। দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে নানা কৌশলে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা এমন অভিযোগও করেন তিনি।#

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।