তেহরানের বাংলাদেশ দূতবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
তেহরানের বাংলাদেশ দূতাবাসে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। দূতাবাসের সেমিনার কক্ষে আলোচনা সভার আগে স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান হয়।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী, কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈন, দূতালয় প্রধান মোল্লা আহমদ কুতুবদ-দ্বীন এবং প্রথম সচিব ওয়ালিদ ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও স্বাধীনতা দিবসের গুরুত্ব, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা ও নিজের লেখা কবিতা আবৃত্তি করেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আবদুর রশীদ।
রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রত্যাশা ও প্রাপ্তির ক্ষেত্রে সাম্প্রতিক কাল পর্যন্ত কৃষি, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরে বলেন, প্রকৃত অর্থে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রোল মডেল। বাংলাদেশের সর্বস্তরের শ্রেণি ও পেশার মানুষের কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। তবে আর্থ-সামাজিক ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন ।
আলোচনা শেষে বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়।#
- পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।