খালেদা জিয়ার সঙ্গে কেরির বৈঠকেও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছনে বৈঠকে উপস্থিত থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে সোমবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৩৫ মিনিটের এ বৈঠক সম্পর্কে পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন 'ফিরোজা'র সামনে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, 'বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিষয়টা বড় আকার ধারণ করেছে, সেই সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া আইনের শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।'
বিএনপি মহাসচিব বলেন, 'তারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।' খালেদা-কেরি ওয়ান টু ওয়ান কোনো বৈঠক হয়েছে কি না এমন প্রসঙ্গ অবশ্য এড়িয়ে যান মির্জা ফখরুল।
জন কেরির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্ট সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০