হজ শেষে আজ থেকে দেশে ফেরা শুরু বাংলাদেশি হাজিদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i20518-হজ_শেষে_আজ_থেকে_দেশে_ফেরা_শুরু_বাংলাদেশি_হাজিদের
বাংলাদেশের ৪১৯ জন হাজী নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের প্রথম ফিরতি হজ ফ্লাইট আজ শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ১৬:৩০ Asia/Dhaka
  • হজ শেষে আজ থেকে দেশে ফেরা শুরু বাংলাদেশি হাজিদের

বাংলাদেশের ৪১৯ জন হাজী নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের প্রথম ফিরতি হজ ফ্লাইট আজ শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানের একজন মুখপাত্র জানিয়েছেন, জেদ্দা থেকে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বিমানের বিশেষ ফ্লাইট যাত্রা করে রাত ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইটের বাংলাদেশী হাজীদেরকে নিয়ে দেশে ফেরার কাজ শনিবার থেকে শুরু হলো এবং তা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ আগস্ট হজের কার্যক্রম উদ্বোধন করেন এবং ৪ আগস্ট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হয়।

সরকারি সূত্রে  বলা হয়েছে,  এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এদের মধ্যে  সরকারি ব্যবস্থাপনায় ৫,১৮৩ জন সৌদি আরবে গিয়েছেন। বাকি ৯৫,৬১৪ জন হজযাত্রী বেসরকারিভাবে হজ করতে গিয়েছেন।

এর মধ্যে জাতীয় পতাকাবাহী ফ্লাইটে প্রায় অর্ধেক ৪৯,৫৪৫ হজযাত্রী পরিবহন করেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হুসাইন জানিয়েছেন, হজযাত্রীদের জন্য ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় পতাকাবাহী ১০৮টি বিশেষ এবং ২৯টি নির্ধারিত ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/মোঃ রেজওয়ান হোসেন/১৮