এবার হজে যেতে পারছেন না ৭২৭ বাংলাদেশি; দায়ী কারা?
https://parstoday.ir/bn/news/bangladesh-i63424-এবার_হজে_যেতে_পারছেন_না_৭২৭_বাংলাদেশি_দায়ী_কারা
বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ (শুক্রবার) সকাল পর্যন্ত সৌদি দূতাবাস থেকে ভিসা না পাওয়া ৭২৭ জনের হজযাত্রা অনিশ্চয়তায় পড়েছে। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৩৯ জন ভিসা পাননি।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
আগস্ট ১০, ২০১৮ ১৮:৫২ Asia/Dhaka

বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ (শুক্রবার) সকাল পর্যন্ত সৌদি দূতাবাস থেকে ভিসা না পাওয়া ৭২৭ জনের হজযাত্রা অনিশ্চয়তায় পড়েছে। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৩৯ জন ভিসা পাননি।

আটকে পড়া হজযাত্রী ও তাদের স্বজনদের অভিযোগ এজেন্সিগুলোর বিরুদ্ধে। তারা বলছেন, এজেন্সিগুলো যথাসময়ে বাড়ি ভাড়া না করা, ভিসা আবেদন না করাসহ অবহেলা আর উদাসীনতায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে, অভিযোগ নাকচ করে দিয়েছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। সংগঠনের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, এ বছর যারা হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের কেউ কেউ অসুস্থতাসহ নানা কারণে যেতে চাইছেন না। মন্ত্রণালয় তাদের কাছে জানতে চেয়েছে, কেন তারা যাবেন না। না যাওয়া যাত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়। প্রতি বছরই এমনটা হয়ে থাকে।

এদিকে, ৬৮৮ জনের ভিসা না হওয়ায় ব্যাখ্যা চেয়ে এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে হজ অফিসতাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা মনিটরিং কমিটির সভাপতি ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনতিনি বলেন, যে ৬৮৮ জন যেতে পারছে না, এটা মন্ত্রণালয় বা সৌদি দূতাবাসের দোষে নয়কিছুটা এজেন্সির কারণেআর যে ব্যক্তি পাসপোর্ট দিয়েছে, তারও দোষ আছেপাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সে তার দেখা উচিত।

বাংলাদেশ থেকে ১৪ জুলাই শুরু হওয়া হজ ফ্লাইট শেষ যাত্রা করবে ১৬ আগস্টপর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট বাতিল হয়েছেএখনও ১৪ ও ১৫ আগস্টের ৮টি ফ্লাইটের টিকিট অবিক্রিত রয়েছে চাঁদ দেখা সাপেক্ষে এবার সম্ভাব্য হজের তারিখ ২১ আগস্টহজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট এবার ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনের হজ করার কথা রয়েছে। #

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১০