জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই: ইসি সচিব
-
বক্তব্য রাখছেন হেলালুদ্দীন আহমদ
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর যে ২৫ নেতা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই। আজ (রোববার) সন্ধ্যায় নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি একথা জানান।
গত মঙ্গলবার নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে চার ব্যক্তির করা একটি রিট আবেদনের শুনানি করে হাইকোর্ট। আদেশে ওই নেতাদের প্রার্থিতার বিষয়টি ইসিকে তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির। রিটে ‘ধানের শীষ’ প্রতীকে ২২ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।
বিষয়টি নিয়ে আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশন পর্যালোচনা করে দেখেছে জামায়াতে ইসলামীর প্রার্থীদের আইনগতভাবে বাতিলের সুযোগ ইসির নেই। কারণ ২৫ জনের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল। কিন্তু কেউ তখন নির্বাচন কমিশনে আপিল করেননি বিধায় নির্বাচন কমিশন মনে করে জামায়াতের প্রার্থীদের নির্বাচনে আইনগত ভিত্তি আছে।'
'বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিলের সুযোগ নেই'
তিনি আরও জানান, বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিল দেওয়া বা অন্য কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার সুযোগ নেই। ইসি সচিব বলেন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। পুনঃতফসিল অনুযায়ী, এ আসনে ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারি (রোববার)।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে যে আট আসনে বিএনপির প্রার্থী বাদ পড়ে গেছেন, সেসব আসনে পুনঃ তফসিল ঘোষণার দাবি জানায় দলটি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি প্রার্থী শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে- জামালপুর-৪, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, রংপুর-১, ময়মনসিংহ-৮, ঝিনাইদহ-২, জয়পুরহাট-১ ও রাজশাহী-৬।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন