উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশে ঈদ উদযাপন; বৃষ্টিতে দুর্ভোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i70962-উৎসাহ_উদ্দীপনার_মধ্যদিয়ে_বাংলাদেশে_ঈদ_উদযাপন_বৃষ্টিতে_দুর্ভোগ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে হঠাৎ বৃষ্টির কারণে অনেক মুসল্লিকে দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে জাতীয় ঈদগায়ে প্রধান জামাতে শরিক হওয়া মুসুল্লিরা বেশ বিপাকে পড়েন।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ০৫, ২০১৯ ১১:১৬ Asia/Dhaka
  • ঈদের জামাতে অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে হাজারো মুসল্লির ভিড়
    ঈদের জামাতে অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে হাজারো মুসল্লির ভিড়

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে হঠাৎ বৃষ্টির কারণে অনেক মুসল্লিকে দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে জাতীয় ঈদগায়ে প্রধান জামাতে শরিক হওয়া মুসুল্লিরা বেশ বিপাকে পড়েন।

আজ (বুধবার) ঈদের দিন সকাল পৌঁনে ৮টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে নামে ঝুম বৃষ্টি। তখন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা প্রধান জামাতে অংশ নেয়ার জন্য আসছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি নামায় বিপদে পড়েন তারা। ঈদগাহের সামনে বিপুল সংখ্যক মানুষ জমে যায়। একসঙ্গে অনেক মানুষ জমে যাওয়ায় বিশৃঙ্খলার আশঙ্কায় ব্যারিকেড দিয়ে মানুষের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বৃষ্টিতে ভিজতে থাকা অনেকেই পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিলে একযোগে মুসল্লিরা জাতীয় ঈদগাহের সামিয়ানার মধ্যে প্রবেশ করেন।

নামায শেষে মুনাজত করছেস প্রেসিডেন্ট মো. আবদুল হামিদসহ অন্য কর্মকর্তারা

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হয়। এরপর মোনাজাতের মাধ্যমে বেলা ৮টা ৫৫ মিনিটে শেষ হয়। প্রধান জামাতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান এবং মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বৃষ্টি উপেক্ষা করে ঈদ জামাতে অংশ নেন হাজারো মানুষ

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। দেশের সবচেয়ে বড় জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেখানেও বৃষ্টির মধ্যেই নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।