বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর, মুসলিম উম্মাহ ও দেশবাসীর সমৃদ্ধি কামনা
-
ঈদের নামাজ শেষে মসজিদ থেকে জাতীয় ঈদগাহ থেকে বের হচ্ছেন মুসল্লিরা
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে আজ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে মুসল্লিদের ঈদের জামাতে অংশ নিতে ভোগান্তির শিকার হতে হয়। বৃষ্টি মাথায় নিয়ে মুসল্লিরা রাজধানীর জাতীয় ঈদগাহে জড়ো হন।
জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতিসহ দেশের বিশিষ্ট নাগরিকরা ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজে মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। নামাজ শেষে ধনী-গরিব নির্বিশেষে কোলাকুলি ও মুসাফাহ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
জাতীয় ঈদগাহে আলাদা ব্যবস্থা থাকায় নারী মুসল্লিরাও ঈদের জামাতে অংশগ্রহণ করেন। সারিবদ্ধভাবে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। তবে নামাজের মুহূর্তে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। সকাল পৌনে আটটার দিকে বৃষ্টি নামে রাজধানীজুড়ে। ঈদ জামাতে অংশ নিতে আসা মানুষরা এ সময় অনেকেই ভিজে ভিজে ঈদগাহে প্রবেশ করেন। জামাতের কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে বেরিকেড দিয়ে প্রবেশ ফটক বন্ধ করে দেন। এসময় নামাজ পড়তে আসা মুসল্লিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও শুরু হয়। পরে অবশ্য ফটক খুলে দেয়া হয়। এর আগেই মুসল্লিরা ভিজে একাকার।
জাতীয় মসজিদে ৫টি জামাত
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে একে একে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে মানুষের ঢল নামে। এছাড়াও জাতীয় মসজিদে প্রতিবারের মতো এক এক করে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। সর্বশেষ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল পৌনে এগারোটায়।
লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত
ভারী বৃষ্টির মধ্যেও লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। জামাতটিতে দেশ ও জাতির সমৃদ্ধি-শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। আজ পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১১টা ১০ মিনিটের দিকে ঈদগাহটিতে ঈদ নামাজের মোনাজাত শেষ হয়।
দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত
উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এতে অংশ নিয়েছেন প্রায় ৬ লাখ মুসল্লি।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর বড় ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বড় ঈদগাহ মিনার নির্মাণের মূল উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দিনাজপুরে আবহাওয়া ছিল স্বাভাবিক। তাই সকাল থেকেই বড় ময়দান অভিমুখে মুসল্লিদের ঢল নামে। এরপর অনুষ্ঠিত হয় নামাজের জামাত। পরে জামাতে অংশগ্রহণকারীরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দিন সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেই সাথে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা পতাকায় সাজানো হয়েছে। টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র, ছোটমনি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।