ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বক্তব্য এবং ফখরুলের অভিযোগ
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রমজানের শিক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ় করার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি বলেন, 'রমজান আমাদের সংযম, সৌহার্দ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান গুলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সম্প্রীতি ও সৌহার্দের মিলন মেলায় পরিণত হোক এটা সকলের প্রত্যাশা।'
আজ সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি বলেন, 'রমজান আমাদের সংযম, সৌহার্দ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান গুলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সম্প্রীতি ও সৌহার্দের মিলন মেলায় পরিণত হোক এটা সকলের প্রত্যাশা।'
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আরও বলেন, শান্তির ধর্ম ইসলামে বিদ্বেষ ও কূপমন্ডুকতার কোনো স্থান নেই। বেলা ১০টার পর, বঙ্গভবনে সপরিবারে দাঁড়িয়ে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা জানানোর কাতারে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি-সামরিক উর্ধ্বতন কর্মকর্তাসহ নানা পেশার মানুষ।
ওদিকে, রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ডে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'দেশবাসী সকলকে আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। সঙ্গত কারণে এবারের ঈদে বিদেশে থাকতে হলো। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।’
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, 'দেশে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার সুবিধা ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছে। এবারে ঈদ যাত্রায় রেলপথ, সড়কপথ, আকাশ পথ- প্রতিটি পথেই সু ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের হাজার হাজার রাজনৈতিক কর্মী মামলা, জেল জুলুমের শিকার । তাদের পরিবারে কেরান ঈদ আনন্দ নেই।
তিনি বিশেষ করে বেগম জিয়ার কারাবাসের কথা উল্লেখ করে জানান, ঈদ উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের কাউকে দেখা করতে অনুমতি দেয়নি সরকার।
বুধবার (০৫ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং দোয়া পাঠের পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘ঈদের দিনে দেশের মানুষের আনন্দ করার কথা কিন্তু সারা দেশের লাখ লাখ মানুষের মনে ঈদের আনন্দ নেই। আমাদের নেত্রী আজ কারাগারে বন্দী। তার সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি সরকার।'
এর আগে আজ সকালে রাজধানী সহ দেশের সকল অঞ্চলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদ-উল ফিতরের জামায়ত অনুষ্ঠিত হয়েছে। এ সকল জামায়াতে মুসলিম উম্মার জন্য শান্তি, দেশের সুখ সমৃদ্ধি ও জনগনের জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
তবে এবার বৃষ্টির কারনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় খোলা ময়দানে জামায়াত অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ সব স্থানে মসজিদ, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে জামায়াত অনুষ্ঠিত হয়েছে। অনেক স্থানে খেলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে ঈদের জামায়াতে অংশ নিয়েছেন ধর্মপ্রান মুসল্লিগণ।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।