'শিক্ষার্থীদের দাবি পূরণে কাজ করছে বুয়েট' : আবরার হত্যার ঘটনায় রিটের শুনানি মঙ্গলবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে দাবি করেছেন ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ সময় তিনি আরও জানান, আবরার হত্যার প্রতিবাদের আন্দোলন ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি।
তিনি জানান, শিক্ষার্থীদের দাবি পূরণে কাজ করছে বুয়েট। শিগগিরই শিক্ষার্থীদের আন্দোলনের স্থায়ী সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
আজ (সোমবার) সকালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বুয়েট ভিসি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এ সময় তিনি আরো জানান, বুয়েটের আবাসিক হলের অভিযান চলমান থাকবে।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্র আন্দলনের মুখে বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। তবে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার কারণে তাদের আন্দোলন দু’দিন শিথিল করায় আজ পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন ভর্তিচ্ছুরা এবং তাদের অভিভাবকরা।
সোমবার সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের পরীক্ষা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা চলে। এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। পরীক্ষার ১২ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
এদিকে, আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী শাহীন বাবু।
আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে গতকাল (রোববার) হাইকোর্টে রিট আবেদন করা হয়। ক্ষতিপূরণের সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত (জুডিশিয়াল ইনকয়ারি) এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করে আবরারের বাবা। এখন পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সর্বশেষ খবরে জানা গেছে, আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ (সোমবার) ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।