ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i75079-ঝিনাইদহের_মহেশপুর_সীমান্তে_বিএসএফের_গুলিতে_আরও_এক_বাংলাদেশি_নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত সুমন (২৫) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ০৮, ২০১৯ ১৩:৫০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত সুমন (২৫) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আজ (শুক্রবার) ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে সুমন বিএসএফের গুলিতে নিহত হন। দুপুরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান গণমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।

বিজিবির সংবাদ কিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত লড়াইঘাট বিওপির বিপরীতে বিএসএফের পাখিউড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৬০/১৩৩-১৩৪-আর পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে শিলগেট নামক স্থানে বিএসএফ এক রাউন্ড ফায়ার করে। এসময় গুলিতে একজন বাংলাদেশি গরু চোরাকারবারী নিহত হন। তার নাম সুমন। নিহত বাংলাদেশি নাগরিকের লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে বিজিবি জানায়।

এর গত ৩ নভেম্বর মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হন। নিহত আব্দুর রহিম ওই উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামের আবুল কাশেমের ছেলে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮