নভেম্বর ১৫, ২০১৯ ১৭:৫৮ Asia/Dhaka
  • পেঁয়াজের ঝাঁজে নাকাল বাংলাদেশ

পেঁয়াজের উচ্চমূল্য নিয়ে সমালোচনায় মুখর পুরো বাংলাদেশ। দফায় দফায় বাড়ছে দাম। এ নিয়ে আলোচনা গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। তবে, এখনই কোন সমাধান দেখছে না সরকার। দাম বেড়ে যাওয়ার জন্য ব্যবসায়ী সিন্ডিকেট ও বাজার নজরদারির অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, সরকারি অভিযানের ভয়ে পেঁয়াজ রাখছেন না তারা।

আজ (শুক্রবার) রাজধানীর বাজারে খুচরা প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০টাকায়। পাইকারি বাজারে যা পড়ছে ২২০টাকা। আর আমদানি করা মিয়ানমারের পেঁয়াজের পাইকারি মূল্য পড়ছে ২শ টাকা। একদিন আগে (বৃহস্পতিবার) রাজধানীর বিভিন্ন বাজারে ২শ টাকা কেজি দরে বিক্রি হয় দেশি পেঁয়াজ।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনা গড়ায় জাতীয় সংসদেও। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করেন সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পেঁয়াজ নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান মোহাম্মদ নাসিম। এরপর তোফায়েল আহমেদ, হারুন অর রশিদ, মজিবুল হক চুন্নুসহ কয়েকজন এ বিষয়ে কথা বলেন।

তারা বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ ভাল হলেও কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা। মানুষের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে। সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এজন্য কর প্রত্যাহার, অভিযান জোরদার করাসহ নানা পরামর্শ দেন তারা। এ সময়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ভূমিকা ও বক্তব্যের সমালোচনাও করেন সংসদ সদস্যরা।

সংসদে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মিয়ানমারের পাশাপাশি মিশর ও তুরস্ক থেকে পেয়াজ আমদানির কথা জানিয়ে তিনি বলেন, এসব পেঁয়াজ এলে টিসিবির মাধ্যমে তা জেলায় জেলায় পাঠানো হবে।

তবে, নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজিদরে। যা একদিনও আগে ছিলো ২শ টাকা। দফায় দফায় দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন তারা। আবার বেঁধে দেয়া দামে পেঁয়াজ বিক্রি নিশ্চিতে বাজারে সরকারি অভিযানকেও দুষছেন কেউ কেউ। তারা বলেন, সরকার নির্ধারিত দামে পাইকারি বাজারেও পেঁয়াজ মেলে না। তাই জরিমানার ভয়ে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন খুচরা বিক্রেতারা।

আর ক্রেতারা দুষছেন সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়াতেই পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে বলে অভিযোগ করেন তারা।

কাওরান বাজারের আড়তগুলোতে বৃহস্পতিবার দেশি পেঁয়াজ ২শ টাকা, মিশরের পেঁয়াজ ১৪৪ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়। এরআগে মঙ্গলবার এ বাজারে দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৪৬ টাকায় বিক্রি হয়েছে। আর মিশরের পেঁয়াজ ১২৮ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হয়।#

পার্সটুডে/ শামস মন্ডল/বাবুল আখতার /১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ