বঙ্গবন্ধু স্বপ্নদ্রষ্টাই ছিলেন না জাতিগঠনের কুশলী কারিগরও ছিলেন: গওসোল আযম
https://parstoday.ir/bn/news/bangladesh-i78357-বঙ্গবন্ধু_স্বপ্নদ্রষ্টাই_ছিলেন_না_জাতিগঠনের_কুশলী_কারিগরও_ছিলেন_গওসোল_আযম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী আহ্বানে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, জাতিগঠনের কুশলী কারিগরও ছিলেন তিনি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৭, ২০২০ ১৮:২৬ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার
    রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী আহ্বানে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, জাতিগঠনের কুশলী কারিগরও ছিলেন তিনি।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (১৭ মার্চ) এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূত গওসোল আযম সরকার আজ একথা বলেন। দূতাবাস ভবনে আয়োজিত এই দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীপাঠ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। গওসোল আযম সরকারের সভাপতিত্বে বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকসহ জাতীয় শিশু দিবসের উপরও আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর বাণী পাঠ করছেন কমার্শয়াল কাউন্সেলর মোঃ সবুর হোসেন

শিশু দিবসের আলোচনায় রাষ্ট্রদূত শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুদের উপযুক্ত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোঃ সবুর হোসেন এবং তেহরানে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ ফয়সাল ইফরান। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় ছড়া পাঠ করেন সাংবাদিক ও ছড়াকার সৈয়দ মুসা রেজা। ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিক, শিক্ষার্থী, মিডিয়া ব্যক্তিত্ব, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর জাপানি চলচ্চিত্রকার নাগিসা ওশিমার নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।