বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের তথ্য ও নমুনা জমা
https://parstoday.ir/bn/news/bangladesh-i79451-বাংলাদেশ_মেডিকেল_রিসার্চ_সেন্টারে_গণস্বাস্থ্য_কেন্দ্রের_কিটের_তথ্য_ও_নমুনা_জমা
করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‍্যাপিড টেস্ট কিট নিয়ে সরকারি পর্যায়ে টানাপড়েনের মধ্যে এ কিটের কর্যকরিতা পরীক্ষা করে দেখার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারেও (বিএমআরসি) নিকট কিট–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নমুনা জমা দেয়া হয়েছে। 
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ২৯, ২০২০ ১৬:৩৪ Asia/Dhaka
  • গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা টেস্ট কিট
    গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা টেস্ট কিট

করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‍্যাপিড টেস্ট কিট নিয়ে সরকারি পর্যায়ে টানাপড়েনের মধ্যে এ কিটের কর্যকরিতা পরীক্ষা করে দেখার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারেও (বিএমআরসি) নিকট কিট–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নমুনা জমা দেয়া হয়েছে। 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী জানিয়ছেন, তারা সরকারি সংস্থার কাছ থেকে ভেলিডেশন মতামত পেতে চান, ব্যবসায়িক সংগঠনের কাছে টাকা দিয়ে রিপোর্ট নিতে চান না। সেকারণেই বিএমআরসিকে নমুনা দেয়া হয়েছে।

ওদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকরিতা পরীক্ষা করার আগ্রহ দেখিয়েছে মার্কিন সরকারের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এ লক্ষ্যে সিডিসি গণস্বাস্থ্যের কাছে ৮০০ কিট চেয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন নিয়ে কয়েক দিন ধরে সরকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের টানাপড়েন চলছে। গণস্বাস্থ্য কেন্দ্রের অভিযোগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং সরকারের স্বাস্থ্য বিভাগ কিটের ব্যাপারে কোনো সহযোগিতা করছে না। তারা চেয়েছেন, সরকার এই কিটের মান পরীক্ষা করে দেখুক। এটি সফল প্রমাণিত হলে তারা ব্যবহারের অনুমতি দিক। কিন্তু ঔষধ প্রশাসন রহস্যময় কারণে কিটের মান পরীক্ষা করেই দেখতে রাজি হচ্ছে না। অন্যদকে ঔষধ প্রশাসন অধিদপ্তর দাবি করেছে, র‌্যাপিড কিট নির্ভরযোগ্য নয়। তাই এ বিষয়ে সরকার শুরু থেকেই সতর্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা র‌্যাপিড কিট ব্যবহারের অনুমতি দেয়নি। সরকারও র‌্যাপিড কিট ব্যবহারের অনুমতি দিতে চাইছে না।

তাছাড়া, আমদানিকৃত আরো কয়েক রকম কিট বাজারজাতকরণের জন্য অনেকগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানও ঔষুধ প্রশাসনের অনুমোদন চেয়ে অপেক্ষা করছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি

সরকারের কাছে ব্যাখ্যা দাবি জাসদের 

এদিকে, সরকারের অংশিদার জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট নিয়ে আর বিভ্রান্তি ছড়ানো ও রাজনীতি করার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বক্তব্য দাবি করেছে।  

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে এ আহ্বান জানান। 

বিবৃতিতে তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্টের র‌্যাপিড কিট উদ্ভাবন ও তা ব্যবহারের জন্য উন্মুক্ত করা নিয়ে সরকার অসহযোগিতা করছে- গণস্বাস্থ্যের এ অভিযোগ নিয়ে মূলধারার গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে পক্ষে বিপক্ষে নানা বক্তব্য ও সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য এসেছে, নানা ধরণের গল্প গুজব শাখা-প্রশাখা বিস্তার করছে।

জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র্রের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ উঠেছে বা দেশের আইন না মেনে র‌্যাপিড কিট নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে-তার যে কোনটি আংশিক সঠিক ও সত্য হলে তা খুবই দুঃখজনক।##

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।