দেশে একনায়কতন্ত্র চলছে, বিএনপির লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা: মির্জা ফখরুল
আজ ১লা সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ।
মির্জ ফখরুল বলেন,‘এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এখন একটাই লক্ষ্য গণতন্ত্র উদ্ধার করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর আমরা বিশ্বাস করি,সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেবে।’
তিনি তার ভাষায় বলেন, বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা একনায়কতান্ত্রিক,স্বৈরাচারী,ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। জনগণের গণতান্ত্রিক অধিকার নেই। সে কারণেই জনগণের সমর্থন কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে। তাই জনগণকে উদ্বুদ্ধ করে শক্তিশালী গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রায় তিন ডজন মামলায় অভিযুক্ত দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির দু-টি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাভোগ করে বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৭৬ বছর বয়সী বেগম জিয়া শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা বিগত একদশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন,হামলা-মামলা,গ্রেফতার,গুম ও হত্যার শিকার হচ্ছেন। চলছে দলটির ওপর অব্যাহত চাপ এবং নেতৃত্বের বিরুদ্ধে বিরামহীন সরকারি প্রচারণা। সব মিলিয়ে বিপুল জনসমর্থন ও কর্মী-সমর্থক থাকা সত্ত্বেও এই মুহূর্তে সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে পত্রিকায় স্বনামে প্রকাশিত এক নিবন্ধে মির্জা ফখরুল ইসলাম লিখেছেন,“সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে,নির্যাতন-দমনপীড়নকে জয় করে,শহীদ জিয়ার আদর্শের বিএনপি অতীতে যেমন ঘুরে দাঁড়িয়েছে,নিকট ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে। জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারকবাহক বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ,সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ গঠন করবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনবে। আজ ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই বিএনপির লাখোকোটি নেতাকর্মী ও সমর্থকের শপথ।
ওদিকে বিএনপি’র নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, রাজনৈতিক বিভেদ,প্রতিহিংসা,দোষারোপ ও প্রতিপক্ষবিরোধী শক্তি নির্মূলের আকাঙ্খা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত করেছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংলাপ ও সমঝোতা সময়ের দাবি।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক মাসের উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান বলেন,শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসতে হবে। দেশের স্বার্থে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কেননা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তি সমঝোতায় ব্যর্থ হলে অগণতান্ত্রিক তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে।#
পার্সটটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১