সিলেটে পুলিশ নির্যাতনে নিহত রায়হানের মরদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i83858-সিলেটে_পুলিশ_নির্যাতনে_নিহত_রায়হানের_মরদেহ_ফের_ময়নাতদন্তের_নির্দেশ
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি জ্যোতির্ময় বড়ুয়া।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১৪, ২০২০ ১৯:১৭ Asia/Dhaka
  • সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান
    সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি জ্যোতির্ময় বড়ুয়া।

এছাড়া, আজ ঘটনাস্থল বন্দর বাজার ফাঁড়ি পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পিবিআই-এর একটি টীম। এ সময় তারা ফাঁড়ি এলাকা থেকে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

রোববার ভোরে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হানকে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগে ইতোমধ্যে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর ভূইয়াসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত ও ৩ জনেক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সোমবার রাত থেকে এসআই আকবর পলাতক রয়েছেন। এদিকে, পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনা সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা, তা নজর রাখবেন হাইকোর্ট। দুই সপ্তাহ পর অগ্রগতি জানাতে বলেছেন। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত।

ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ জানিয়েছেন, সিলেটের পুলিশ ফাঁড়িতে  নির্যাতনে রায়হান উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে। আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায়হানের ময়নাতদন্ত রিপোর্ট এবং তার স্ত্রীর দায়েরকৃত মামলা-সবকিছু আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত হবে। এ বিষয়ে পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত অনুযায়ী অবশ্যই দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।