খুলনায় অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা
https://parstoday.ir/bn/news/bangladesh-i83996-খুলনায়_অবরোধকে_কেন্দ্র_করে_পুলিশের_সঙ্গে_পাটকল_শ্রমিকদের_সংঘর্ষ_ধাওয়া_পাল্টা
বাংলাদেশের শিল্পনগরী খুলনায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৮ জন শ্রমিক ও ৭ জন পুলিশ আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’-এর আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদাসহ ১৫ জনকে আটক করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১৯, ২০২০ ১৯:৪০ Asia/Dhaka
  • খুলনায় অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা

বাংলাদেশের শিল্পনগরী খুলনায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৮ জন শ্রমিক ও ৭ জন পুলিশ আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’-এর আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদাসহ ১৫ জনকে আটক করেছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’ বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেটে মহাসড়ক অবরোধ করে। সম্প্রতি বন্ধঘোষিত ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন করা, অবসরপ্রাপ্ত, কর্মরত, বদলী, অস্থায়ী সব শ্রমিকের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে ইস্টার্ন জুট মিলের গেটে আজ বেলা ১১ টায় সমাবেশ করেন শ্রমিকরা। এতে খুলনার বিভিন্ন পাটকল শ্রমিকরা যোগ দেয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি এবং ৭টি টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষের কারণে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দুপুরের পর থেকে পাটকল এলাকার পরিস্থিতি শান্ত ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মো. সোহেল জানান, পুলিশের লাঠিচার্জে তাদের কর্মী ও বেশ কয়েকজন পাটকল শ্রমিক আহত হয়েছে। এছাড়া পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। পাটকল চালুর দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।