বাংলাদেশে  করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত ২১, শনাক্ত ১ হাজার ৮৩৭
(last modified Sun, 15 Nov 2020 11:30:05 GMT )
নভেম্বর ১৫, ২০২০ ১৭:৩০ Asia/Dhaka
  • করোনা ভাইরাস
    করোনা ভাইরাস

বাংলাদেশে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায়  আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৯৪ জন। নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৬৮ জন বা ৭৬ দশমিক ৯৮ শতাংশ এবং নারী এক হাজার ৪২৬ জন বা ২৩ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমকি ৪৩ শতাংশ।

এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৮৩৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৩৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক শূন্য ১ শতাংশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ