বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় ‘নিভার’: নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i84867-বঙ্গোপসাগরে_এবার_ঘূর্ণিঝড়_নিভার’_নৌকা_ও_ট্রলারকে_সাবধানে_চলাচলের_নির্দেশ
বঙ্গোপসাগরে এবার সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’। আজ মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৪, ২০২০ ১৭:৫৩ Asia/Dhaka
  • বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় ‘নিভার’:  নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ

বঙ্গোপসাগরে এবার সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’। আজ মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এটি ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে অবস্থানরত নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার রয়েছে। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র ও তামিলনাড়ু রাজ্যের উপকূলে আঘাত করতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় প্রভাবে আগামীকাল বুধবার আবারও বৃষ্টি শুরু হতে পারে। দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ ধরনের মেঘলা আবহাওয়া  আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিরাজমান থাকতে পারে।

এদিকে গতকাল মেঘ কেটে যাওয়ায় দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। খোদ রাজধানীর তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আর পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওই দুই জেলাসহ দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকাজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।