চট্টগ্রাম থেকে ভাসানচরের দিকে যাত্রা করেছে রোহিঙ্গাদের প্রথম দল
https://parstoday.ir/bn/news/bangladesh-i85085-চট্টগ্রাম_থেকে_ভাসানচরের_দিকে_যাত্রা_করেছে_রোহিঙ্গাদের_প্রথম_দল
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রথম দলকে নৌ বাহিনীর জাহাজে করে ভাসানচরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভাসানচরে স্থানান্তরের জন্য কক্সবাজারের শরণার্থী শিবির থেকে গতকালই (বৃহস্পতিবার) তাদের চট্টগ্রাম নেয়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২০ ১৫:০৫ Asia/Dhaka

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রথম দলকে নৌ বাহিনীর জাহাজে করে ভাসানচরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভাসানচরে স্থানান্তরের জন্য কক্সবাজারের শরণার্থী শিবির থেকে গতকালই (বৃহস্পতিবার) তাদের চট্টগ্রাম নেয়া হয়।

আজ সকালে নৌবাহিনীর তিনটি জাহাজ শরণার্থীদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। 

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ভাসান চরে স্থানান্তর করা হবে এমন অন্তত ১২টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তারা। তাদের নাম তালিকায় রয়েছে। কিন্তু তারা স্বেচ্ছায় স্থানান্তর হতে চান না বলে মানবাধিকার সংস্থাটিকে জানিয়েছেন। এই তালিকায় থাকা কিছু শরণার্থী জোর করে স্থানান্তরিত হওয়ার ভয়ে পালিয়েছেন বলেও দাবি করেছে এই সংস্থাটি।

তবে বাংলাদেশ সরকার জানিয়েছে,  ভাসানচরে স্থানান্তরের জন্য তাদের কোনোরকম জোর করা বা ভয়ভীতি দেখানো হয়নি, তারা স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।