মেজর (অব) সিনহা হত্যা মামলার চার্জশিট দাখিল করল র‍্যাব
https://parstoday.ir/bn/news/bangladesh-i85298-মেজর_(অব)_সিনহা_হত্যা_মামলার_চার্জশিট_দাখিল_করল_র_্যাব
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে র‍্যাব। চার্জশিটে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে চিহ্নিত করা হয়েছে। কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ রোববার সকালে এ চার্জশিট দাখিল করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২০ ১৭:০৫ Asia/Dhaka
  • মেজর (অব) সিনহা হত্যা মামলার চার্জশিট দাখিল করল র‍্যাব

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে র‍্যাব। চার্জশিটে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে চিহ্নিত করা হয়েছে। কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ রোববার সকালে এ চার্জশিট দাখিল করা হয়।

মামলার চার্জশিটে মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে  আগেই গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক রয়েছেন। কারাগারে থাকা অভিযুক্ত ১৪ জন হলেন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশ, দেহরক্ষী রুবেল শর্মা, টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এপিবিএনের এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ, পুলিশের মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নিজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার পর ৫ই আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে নেমে র‍্যাব হত্যার ঘটনায় স্থানীয় তিনজন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য এবং প্রদীপের দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান// বাবুল আখতার/ ১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।