বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত: বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i85337-বাংলাদেশে_শহীদ_বুদ্ধিজীবি_দিবস_পালিত_বিভিন্ন_ইস্যুতে_বিভিন্ন_মহলের_প্রতিক্রিয়া
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ডিসম্বরে তালিকা করে বেছে বেছে হত্যা করা হয়েছে জাতির বিশিষ্ট বুদ্ধীজীবিদের। তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও ১৪ ডিসেম্বর পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২০ ২১:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত: বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ডিসম্বরে তালিকা করে বেছে বেছে হত্যা করা হয়েছে জাতির বিশিষ্ট বুদ্ধীজীবিদের। তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও ১৪ ডিসেম্বর পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

শহীদ বুদ্ধিজীবিদের সেদিনের আত্মত্যাগের মূল্যায়ন আজও পরিপূর্ণভাবে হয়নি। সেদিন তারা যে উদ্দেশ্যে জীবনদান করেছেন, জাতি তার কতটা বাস্তবায়ন করতে পেরেছে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।

এ প্রসংগে সত্তুর দশকের ছাত্রনেতা শামসুজ্জামান মিলন রেডিও তেহরানকে তার ক্ষোভের কথা জানিয়ে বলেন, শহীদ বুদ্ধিজীবিদের আকাঙ্খার বাংলাদেশ আমরা গড়তে পারিনি। এখানে গণতন্ত্র নির্বাসিত। অধিকারহারা সাধারণ মানুষ শোষণ নির্যাতনের যাতাকলে পিষ্ঠ হচ্ছে। শতকরা পাঁচভাগ মানুষ আজ দেশটাকে লুটেপুটে খাচ্ছে।

অনুরূপ বেদনার কথা জানিয়ে দেশের বিশিষ্ট সঙ্গীগতশিল্পী  গিটার গুরু এনামুল কবির জানান, শহীদ বুদ্ধিজীবিদের আশা আকাঙ্খা থেকে আমরা দূরে সরে গেছি।  

শহীদ বুদ্ধিজীবিদের অনেকের সাথে ঘনিষ্টভাবে সম্পর্কিত দেশের বিশিষ্ট কবি ও গীতিকার কেজি মোস্তফা রেডিও তেহরানকে জানালেন তার খেদের  কথা। এ বিষয়ে এখনো বিতর্ক রয়েছে বলে তিনি এ নিয়ে মন্তব্য  করতেই রাজী হন নি। 

এ দিকে, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ জাতীয় ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এবার করোনা আবাহর কারনে স্বাস্থ্যবিধি মেনেই বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত করন, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য নিবেদন ।

এ উপলক্ষ্যে করোনা মহামারি পরিস্থিতির মধ্যে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময়  শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ ঘোষণা  করেন।

এদিকে,শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ।# 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।