ভাস্কর্য বিতর্ক নিয়ে সরকার ও আলেম সমাজ অস্বস্তিকর অবস্থায়
https://parstoday.ir/bn/news/bangladesh-i85412
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন প্রশ্নে দেশের আলেম সমাজের বিরোধিতা;  একে কেন্দ্র করে  নেতৃস্থানীয় আলেমদের নামে মামলা দায়ের;  সরকারের সাথে আলেমদের পাঁচ-দফা দাবী নিয়ে সমঝোতা  বৈঠক;  আবার পাল্টাপাল্টি হুমকি-  এসব নিয়ে  উভয় পক্ষেই অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে।  
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২০ ১৫:৫৯ Asia/Dhaka
  • হামলায় ক্ষতিগ্রস্ত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য
    হামলায় ক্ষতিগ্রস্ত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন প্রশ্নে দেশের আলেম সমাজের বিরোধিতা;  একে কেন্দ্র করে  নেতৃস্থানীয় আলেমদের নামে মামলা দায়ের;  সরকারের সাথে আলেমদের পাঁচ-দফা দাবী নিয়ে সমঝোতা  বৈঠক;  আবার পাল্টাপাল্টি হুমকি-  এসব নিয়ে  উভয় পক্ষেই অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে।  

এরই মধ্যে শাপলা চত্বর সংঘাতের পুরানো মামলা চাঙ্গা করা এবংহেফাজতে ইসলামী, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পরলোকগত নেতা আল্লামা শফিকে “পরিকল্পিতভাবে  হত্যা” করার অভিযোগে ৩৬ জন নেতা-কর্মীদের নামে  মামলা দায়েরের ঘটনায় আলেমদের মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

তারা মনে করছেন, সরকার আলেমদের চাপের মুখে রেখে ভাস্কর্য বিরোধী আন্দোলন স্তিমিত করার কৌশল হিসেবে এসব করছে। তবে, তারা সতর্ক করে দিয়ে বলেন, আলেমদের চাপের মুখে ঠেলে দিয়ে  হয়রানি বা  বিভক্তি সৃষ্টি করে সরকার নিজেই পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলছে। 

এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবর রহমান রেডিও তেহরানকে বলেছেন, আলেমগণ মানব ভাস্কর্য বা মূর্তি স্থাপন বিষয়ে কুরআন সুন্নার আলোকে কথা বলছেন। সে কারণে  আলেমদের অযথা হয়রানি করা হলে  পরিণতি ভালো হবেনা। 

অনুরূপ মন্তব্য করে জাতীয় তফসির পরিষদ, বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা আহমেদ আবদুল কাইউম বলেন, আলেমদের বিরুদ্ধে একটি ধারাবাহিক পরিকল্পিত তৎপরতা চালানো হচ্ছে জনগণ সেটা ভালোই বুঝতে পারছেন। 

এ প্রসঙ্গে বাংলাদেশের বৃহৎ ইসলামী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সরকারকে আনুরোধ করেন যাতে অন্যায়ভাবে কাউকে হয়রানি করা না হয় এবং ইনসাফের সাথে দেশ পরিচালনা করা হয়।

এ সময়  ইসলামপন্থী দলগুলোকে আদর্শের ভিত্তিতে নিজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে এ বিষয়ে গুরুত্বারোপ করেন মাওলানা ইউনুস আহমেদ।   

হেফাজতে ইসলাম বাংলাদেশের পরলোকগত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব।

গতকাল বৃহস্পতিবার রাতে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে হেফাজতের শীর্ষ আলেম জুনায়েদ আল হাবিব এ হুমকি দিয়েছেন। 

বিবৃতিতে উল্লেখ করা হয়,  শতবর্ষী একজন শীর্ষ আলেমের স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে  চক্রান্তমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছ। একটি মহল আল্লামা আহমদ শফীর জীবদ্দশায় তাকে ব্যবহার করে নিজেদের হীন স্বার্থ হাসিল করতে গিয়ে তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বর্তমানে তারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চাচ্ছে।’

উল্লেখ্য,  আল্লামা শাহ আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’—এমন অভিযোগ এনে গতকাল সকালে তাঁর পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের আদালতে মামলা রুজু করা হয়েছে।  

এ মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির ও মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।#

ARK-18

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।