৬ মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির, রাষ্ট্রযন্ত্র থেকে দুর্গন্ধ বের হচ্ছে- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i86896-৬_মহানগরে_সমাবেশের_ঘোষণা_বিএনপির_রাষ্ট্রযন্ত্র_থেকে_দুর্গন্ধ_বের_হচ্ছে_রিজভী
‘ভোট ডাকাতি'র অভিযোগে ও দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ছয়টি মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৫:২৭ Asia/Dhaka
  • ৬ মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির, রাষ্ট্রযন্ত্র থেকে দুর্গন্ধ বের হচ্ছে- রিজভী

‘ভোট ডাকাতি'র অভিযোগে ও দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ছয়টি মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ার বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।

মজিবুর রহমান সরোয়ার বলেন, "আমরা মনে করেছিলাম চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেখানেও রাষ্ট্রযন্ত্র প্রশাসন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা জনগণকে সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে সম্পৃক্ত করতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি বলেন, "আগামী ১৩ ফেব্রয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রয়ারি বরিশালে, ২৭ ফেব্রয়ারি খুলনায়, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা দক্ষিণ ও ৪ মার্চ ঢাকা উত্তর সিটিতে ঘোষিত এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।"

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশাল সিটি করপোরেমনের সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী

রাষ্ট্রযন্ত্র থেকে দুর্গন্ধ বের হচ্ছে: রিজভী

এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, তা এখন দেশ–বিদেশে ছড়িয়ে পড়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে আজ সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এমন মন্তব্য করেন।

এ সময় রিজভী বলেন, ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ সব ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার দেশের জনপ্রিয় জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, ‘এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার জো নেই।’

অবিলম্বে তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা প্রত্যাহার করার দাবি জানিয়ে  বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, ‘সরকারের চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতিমধ্যেই এই আওয়ামী সরকার গণধিক্কৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই। যেকোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে।’

এর আগে, গতকাল নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫