রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকারের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i88454-রাষ্ট্রদূত_এএফএম_গওসোল_আযম_সরকারের_এক্সক্লুসিভ_সাক্ষাৎকার
১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৯, ২০২১ ২০:৩০ Asia/Dhaka

১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

ওই দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়বাংলা।’

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কো।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আমরা রেডিও তেহরানের পক্ষ থেকে কথা বলেছি তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকারের সঙ্গে। তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নাসির মাহমুদ।#

পার্সটুডে/মো. আবুসাঈদ/আশরাফুর রহমান/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।