বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ: গওসাল আযম সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i90004-বঙ্গবন্ধুর_সোনার_বাংলার_স্বপ্ন_বাস্তবায়নের_পথে_বাংলাদেশ_গওসাল_আযম_সরকার
স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে দাঁড়াতে পেরেছে। ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসাল আযম সরকার আজ এ মন্তব্য করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ২০:১৬ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত গওসাল আযম সরকার
    রাষ্ট্রদূত গওসাল আযম সরকার

স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে দাঁড়াতে পেরেছে। ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসাল আযম সরকার আজ এ মন্তব্য করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিগত কয়েক বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রদূত বলেন-তাঁর ভাষায়-'বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ'।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী হামিদ জাদবুম। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি ইরান-বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। মি. জাদবুম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিরিখে দু'দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক রাসুল মুসাভি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ইউনেস্কোসহ তেহরানস্থ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ইরান প্রবাসী বাংলাদেশি নাগরিক, ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ আজকের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

দূতাবাস আয়োজিত সিরিজ কর্মসূচির প্রথম আয়োজনে আজ ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরানে বসবাসরত সিনিয়র সাংবাদিক এজাজ হোসেন, দূতালয় প্রধান হুমায়ুন কবির, কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈন, সাহিত্যিক মনীষ রায়, রেডিও তেহরানের সাংবাদিক গাজি আব্দুর রশিদ আজকের আলোচনায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেন। সাংস্কৃতিক আয়োজনে স্বরচিত কবিতাপাঠে অংশ নেন সুইডেন প্রবাসী সাংবাদিক ও সাহিত্যিক মোর্শেদ চৌধুরি, কবি ও সাংবাদিক নাসির মাহমুদ, সৈয়দ মুসা রেজা ও জাহিদুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন নাজমুল হক।

দূতাবাসের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ওপর আধা ঘণ্টার সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

বাংলাদেশ ও ইরানের জাতীয় সঙ্গীত পরিবেশনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা প্রদর্শনের মাধ্যমে সূচিত হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি এএফএম গওসাল আযম সরকারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।