বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন
(last modified Sat, 29 May 2021 12:43:26 GMT )
মে ২৯, ২০২১ ১৮:৪৩ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন

মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে এখনপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।

 

শনিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।এদিকে দেশেে আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।তাদের মধ্যে ৭ জন ভারতে না গিয়ে স্থানীয়ভাবেই সংক্রমিত হয়েছেন।

ওই ৭ জনচাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা।সীমান্ত জেলা চাপাঁই নবাবগঞ্জে করোনার সংক্রমণ মোকাবিলায় স্থানীয় প্রশাসনওই জেলাটিতে সোমবার পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালকঅধ্যাপক ডা. তাহমিনা শিরিন আজ (শনিবার) গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ভারতে যাননি, এমন ৭ জনের শরীরেও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সুতরাং এটি নিশ্চিত যে, স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার নতুন আরও ১৩ জনের শরীরে ভারতে উদ্ভূত ধরনটির সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত দেশে সব মিলিয়ে ২৩ জনের শরীরে ওই ধরনটি পাওয়া গেল। চাঁপাইনবাবগঞ্জ ছাড়া চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, বাগেরহাট,পিরোজপুর এবং খুলনাতেও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের এ ধরনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি ‘সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ধরনটি। ইতোমধ্যে অন্তত চার ডজন দেশে করোনাভাইরাসের বি.১.৬১৭ ধরনটি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনটিকে চিহ্নিত করেছে ‘ভ্যারিয়েন্ট অবকনসার্ন’ (ভিওসি) হিসেবে। এদিকে, রাজশাহীতে করোনা শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। এর আগে গত ২৪ মে করোনা আক্রান্ত ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছিল। আরশুক্রবার (২৮ মে) পর্যন্ত এই চার দিনে করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩২ জনের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে মোট ১৭৭ জন করোনা আক্রান্ত ওউপসর্গ নিয়ে রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৭১জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৩ জন।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

 

 

 

ট্যাগ