বাজেটে অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে: অর্থমন্ত্রী; বিএনপি বলল ভাওতাবাজির বাজেট
https://parstoday.ir/bn/news/bangladesh-i92632-বাজেটে_অর্থনীতিতে_নতুন_দিগন্তের_উন্মোচন_হবে_অর্থমন্ত্রী_বিএনপি_বলল_ভাওতাবাজির_বাজেট
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে।’
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৪, ২০২১ ১৭:৩৩ Asia/Dhaka
  • অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে।’

আজ শুক্রবার বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করার পাশাপাশি সরকারের আয় বাড়ানোর পদ্ধতি ও পদক্ষেপগুলোও তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন।  আজকের  সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক অংশ নেন। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবেরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে দেশের অর্থনীতি প্রথমে কিছুটা হোঁচট খেলেও আমরা এটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আমরা অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমাদের অর্থনীতি এখন এগিয়ে চলেছে।’

মন্ত্রী বলেন, ‘বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে জোর দিতে গিয়ে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

ওদিকে বিরোধীদল বিএনপি বলেছে,  বাজেটের নামে জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে সরকার। আজ শুক্রবার (৪ জুন) সকালে গুলশানে বিএনপির চেয়াপার্সনের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেছেন, এবারের বাজেট সংকটকালে সময়োপযোগী ও মানবিক বাজেট।  শ্রমজীবী ও করোনায় পীড়িত মানুষের দিকে বিশেষ নজর দিয়েই এটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য এবারও দুটি সুখবর দিয়েছে সরকার। বাজেটে রেমিটেন্সের ওপর দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এক হাজার টাকা রেমিটেন্স পাঠালে প্রবাসীরা প্রণোদনা হিসেবে পাবেন ২০ টাকা। এ ছাড়া প্রবাসী কর্মীদের বিমা সুবিধার আওতায় আনা হবে।

গতকাল ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন,  চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাস থেক আয় এসেছে ২২ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যেক্ষেত্রে প্রবৃদ্ধি ৪৯ দশমিক এক শতাংশ। এ কারণে রেমিটেন্সের ওপর দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে প্রবাস থেকে আয় প্রবাহ বৃদ্ধিতে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ কর্তৃক বিশেষ ‘প্যাকেজ কর্মসূচি’ চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদেরকে স্বস্তির মধ্যে রেখেছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৪