রোহিঙ্গা সংকটের পরিণতির বিষয়ে সতর্ক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i93862-রোহিঙ্গা_সংকটের_পরিণতির_বিষয়ে_সতর্ক_করলেন_বাংলাদেশের_পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ এশিয়া বিশেষকরে বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০২১ ১৭:৩১ Asia/Dhaka
  • এ কে আব্দুল মোমেন
    এ কে আব্দুল মোমেন

দক্ষিণ এশিয়া বিশেষকরে বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি 'দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ পর্যালোচনা' শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে আরও বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশসহ গোটা অঞ্চলের ওপরই প্রভাব ফেলছে।

 তিনি অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, মিয়ানমারের  বিশাল মুসলিম গোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়ে নীরবতা হচ্ছে বিপজ্জনক। কারণ এক সময় আসবে তা গোটা অঞ্চলকেই ক্ষতির মুখে ঠেলে দেবে। বাংলাদেশের মতো অন্যরাও এই সংকটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।