২৪ ঘণ্টায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ১১,৫২৫ জন: আরো ১৬৩ জনের মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১১৫২৫ জন করোনা রোগী। যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এসময়ে আরো ১৬৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে এপর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ ভাগ।
এর আগে সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে গত ২৯ জুন ১১২ জনের, ৩০ জুন ১১৫ জনের, ১ জুলাই ১৪৩ জনের, ২ জুলাই ১৩২ জনের, ৩ জুলাই ১৩৪ জনের, ৪ জুলাই ১৫৩ জনের এবং ৫ জুলাই ১৬৪ জন।
এ ছাড়া গত সাতদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৪৭ জন। এর মধ্যে গত ২৯ জুন ৭ হাজার ৬৬৬ জন, ৩০ জুন ৮ হাজার ৮২২ জন, ১ জুলাই ৮ হাজার ৩০১ জন, ২ জুলাই ৮ হাজার ৪৮৩ জন, ৩ জুলাই ৬ হাজার ২১৪ জন, ৪ জুলাই ৮ হাজার ৬৬১ জন এবং ৫ জুলাই ৯ হাজার ৯৬৪ জন।
ওদিকে, করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউট’র প্রায় সাড়ে বারো শ’ চিকিৎসককে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
গত রোববার ও গতকাল সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের অন্তত ৪৮টি আদেশে ১ হাজার ২৩৯ জন চিকিৎসককে আগামীকাল বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। আলাদা আলাদা প্রজ্ঞাপনে বদলির তারিখেই নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে চিকিসৎকদের।
এর ফলে দেশের প্রায় ৪৫টি জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালগুলোতে করোনা ইউনিটে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে। #
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ আবুসাঈদ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।