মোহাম্মদপুর মাদরাসার তালা ভেঙে দখল নিয়েছে জেলা প্রশাসন
রাজধানীর মোহাম্মদপুরের অবস্থিত দেশের শীর্ষস্থানীয় কওমী মাদরাসা জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতে তালা ভেঙ্গে জেলা প্রশাসক মাদরাসার ভেতরে প্রবেশ করেন। তবে দখল অভিযানে খবর পেয়ে বর্তমান মুহতামিম মাওলানা মাহফুজুল হক সকালেই মাদরাসার মূলফটকে তালা দিয়ে বেরিয়ে যান। এ সময় মাদরাসার চাবি কওমি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে চাবি সেখানে পৌঁছার আগেই তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন জেলা প্রশাসক। উল্লেখ্য, জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসাটি ১৯৮৮ সালে ওয়াকফ সম্পত্তিতে গড়ে ওঠে। পরে ২০০১ সাল থেকে এর নিয়ন্ত্রণে ছিল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবার। আল্লামা আজিজুল হকের দুই ছেলে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক ইতোমধ্যে হেফাজতে ইসলামি’র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন এবং বিতর্কিত হয়ে পড়েন।
ওদিকে, ওয়াকফ প্রশাসনে নিবন্ধিত এ মাদরাসাটির পরিচালনার দায়িত্ব ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল ওয়াকফ অ্যাস্টেট পরিচালনা কমিটি। সম্প্রতি হেফাজতের ঘটনাপ্রবাহের বিষয়টি নিয়ে সকারের পক্ষ থেকে মাদ্রাসাটিকে হেফাজতের কব অল থেকে মুক্ত করার উদ্যোগ নেয়া হয়। এ বছর ১৮ মে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন জামি’আ রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসা ওয়াকফ অ্যাস্টেট পরিচালনার জন্য ২১ সদস্যের একটি পরিচালনা কমিটি অনুমোদন দেয়। তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।
সর্বশেষ , গত ২৯ জুন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন জামি’আ রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসা ওয়াকফ অ্যাস্টেট’র সম্পত্তি অনুমোদিত কমিটির কাছে বুঝিয়ে দিতে ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেয়।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।