বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৫
(last modified Tue, 27 Jul 2021 10:39:41 GMT )
জুলাই ২৭, ২০২১ ১৬:৩৯ Asia/Dhaka
  • বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৫

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এছাড়া, বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে আরও এক রোহিঙ্গা শিশু। 

আজ (মঙ্গলবার) (২৭ জুলাই)  দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প-১০-এ এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বালুখালী ক্যাম্প-১০ এর জি-৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২), তার শিশু সন্তান শফিউল আলম (৯), জি-৩৮ ব্লকের মোহাম্মদ ইউসূফের স্ত্রী গুল বাহার (২৫), তার আড়াই মাসের শিশু সন্তান আব্দুর রহমান ও তার কন্যা আয়েশা সিদ্দীকা (১)। তবে পানিতে মারা যাওয়া শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে আজ (মঙ্গলবার) ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে এ খবর পাওয়া পর্যন্ত এসব বসতঘরের রোহিঙ্গারা পানিবন্দি আছেন বলে জানা গেছে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলীয়ে গেছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ