করোনাভাইরাস মোকাবিলা
বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা বাংলাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের করোনা ভাইরাসের গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ৯টা থেকে দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে এ গণটিকা দান কর্মসূচি শুরু হয়।
টিকা নিতে প্রতিটি কেন্দ্রেই মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামলাতে কাজ করছেন তারা। কর্মসূচি সফল করতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদান কর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কেন্দ্রে দিনে ৬০০ ডোজ, পৌরসভা ও সিটি করপোরেশনে দিনে ৪০০ থেকে ৬০০ ডোজ করে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার কর্মসূচির শেষদিন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টিকা দেওয়া হবে। তবে কোভিড টিকার অন্য কেন্দ্রগুলোতে আগের মতোই টিকাদান চলতে থাকবে।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী ১ কোটি মানুষকে সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন। যদিও শেষমুহূর্তে এ সংখ্যা কমিয়ে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমজানান, আজ ৭ আগস্ট ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী; অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।