পরিচ্ছন্নতার জন্য উত্তর সিটি মেয়রের পুরষ্কার ঘোষণা এবং বিশ্লেষক প্রতিক্রিয়া
(last modified Sat, 07 Aug 2021 13:07:07 GMT )
আগস্ট ০৭, ২০২১ ১৯:০৭ Asia/Dhaka

বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেই প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ বছর পয়লা জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। হাসপাতালগুলোর আইসিইউতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ।

আজ শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি আগস্টের সাত দিনেই দেশে ১,৬৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার  সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই ঢাকার আর বাইরের জেলার  ১০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩১২ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৯৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ভর্তি আছে ৯৫৮ জন, আর বাকি ৩৯ জন ঢাকার বাইরে অন্য জেলায়।

ঢাকা উত্তর সিটি  মেয়রের উদ্যোগ

রাজধানীতে মশা নিধন অভিযানে নেমে ঢাকা উত্তর  সিটির মেয়র আতিকুল ইসলাম নগরবাসীদের আহবান জানিয়েছিলেন সপ্তাহে একদিন  শনিবার সকাল দশটায় অন্তত দশ মিনিটের জন্য যেন তারা নিজ নিজ বাসস্থান এবং কর্মস্থল পরিষ্কার করে মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সহায়তা করেন।

আজ প্রথম শনিবার মেয়র আতিকুল ইসলাম নিজেই তার কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। এ সময় তিনি নগরবাসীদের আহবান  জানিয়েছেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। .  

এসময় ডিএনসিসি মেয়র ঘোষণা দিয়েছেন, 'সবার ঢাকা' মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহকারীকে পুরস্কৃত করা হবে। তিনি আরও বলেন, ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।এ সময় উত্তর সিটি মেয়র  জানান, রামপুরা ও মিরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। তাই সেখানে বাড়তি গুরুত্ব দিয়ে মশার ওষুধ স্প্রে করা হচ্ছে।

আতিকুল ইসলাম বলেন, সুস্থ পরিবেশের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে চলমান সামাজিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে, সবাইকেই লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।

নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরে মেয়র রাজধানীর বনানী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি করোনা টিকাদান কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই বিনামূল্যে করোনার টিকা প্রদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে যা আগামী ১২ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে, করোনা মহামারি থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্ক সবাইকেই সুশৃঙ্খলভাবে করোনার টিকা গ্রহণ করতে হবে। ডিএনসিসি মেয়র আরো বলেন, 'মাস্ক আমার, সুরক্ষা সবার। তাই করোনাভাইরাসের বিস্তার রোধে আমাদের সবাইকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।'এসময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।