পরীমনির জামিন মেলেনি, কারাগারে প্রেরণ
(last modified Fri, 13 Aug 2021 10:51:37 GMT )
আগস্ট ১৩, ২০২১ ১৬:৫১ Asia/Dhaka
  • পরীমনির জামিন মেলেনি, কারাগারে প্রেরণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • চীনের উপহারের আরও ১০ লাখ টিকা ঢাকার পথে-প্রথম আলো
  • 'পরীমনির জামিন মেলেনি, কারাগারে প্রেরণ'-কালের কণ্ঠ
  • অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
  • ইসলামভীতির শিকার ইলহান ওমর-রাশিদা তালিব, ‘জীবন ঝুঁকিতে’-মানবজমিন
  • আফগানিস্তানে ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-যুগান্তর
  • জান্তা সরকারকে বিশাল অংকের আর্থিক সহায়তা দিচ্ছে চীন-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • শূন্য কেন সিপিএম? হাফ ডজন ‘ভিলেন’ খুঁজে বার করলেন কেন্দ্রীয় কমিটির কমরেডরা-আনন্দবাজার
  • দেশের রাজনীতিতে নাক গলাচ্ছে Twitter’, BJP-র সঙ্গে আঁতাতের অভিযোগ Rahul Gandhi-র-সংবাদ প্রতিদিন
  • ভারতের উন্নয়নের পথে মাইলফলক হয়ে উঠবে, যানবাহন বাতিল নীতি চালু করে দাবি প্রধানমন্ত্রীর-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

চীনের উপহারের আরও ১০ লাখ টিকা ঢাকার পথে-প্রথম আলো

চীন থেকে উপহারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

আজ শুক্রবার সকালে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান। 

আজকের টিকা নিয়ে চীন এখন পর্যন্ত তিন দফায় বাংলাদেশকে সরাসরি টিকা উপহার দিল। গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ঢাকা আসে। আর আজকে তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা। এ নিয়ে চীন সরাসরি উপহার হিসেবে বাংলাদেশকে ২১ লাখ টিকা দিল।

'পরীমনির জামিন মেলেনি, কারাগারে প্রেরণ'-কালের কণ্ঠ

রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে  কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এসময় আসামি পক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আফগানিস্তানে ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-যুগান্তর

আফগানিস্তানের বহু এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। এর মধ্যে বহু প্রদেশের রাজধানীর দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র দেশটিতে তিন হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্যই মূলত এসব সেনা পাঠাচ্ছে দেশটি।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, দূতাবাস থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে তিন হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র মেরিনের দুটি ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে তিনটি ব্যাটালিয়ান পৌঁছাবে।

অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক

সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে, তাদেরও শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন, তাদেরও শাস্তি হবে।’ আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

তিনি উল্লেখ বলেন, ‌‘পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে।’ ১০ বছর আগের পুলিশ বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের জান্তা সরকারকে বিশাল অংকের আর্থিক সহায়তা দিচ্ছে চীন-বাংলাদেশ প্রতিদিন

মিয়ানমারের সামরিক সরকারকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করতে বিশাল অংকের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে চীন। এ নিয়ে দু’দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। মিয়ানমারে চীনের দূত ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন।  নেপিদোর চীনা দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টির সত্যতাও স্বীকার করা হয়েছে।

জানা যায়, চীনের দেওয়া এই আর্থিক সহায়তার পরিমাণ ৬০ লাখ ডলার। মিয়ানমারে মোট ২১টি উন্নয়ন প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে চীন। জান্তা সরকারের কাছে খুব দ্রুতই পুরো অর্থ চলে যাবে বলে জানা গেছে। প্রকল্পগুলোসর মধ্যে রয়েছে পশুর টিকা, কৃষি, বিজ্ঞান, পর্যটন, বিপর্যয় মোকাবিলা ও নানা ধরনের সাংস্কৃতিক লেনদেনের মতো বিষয়।

ইসলামভীতির শিকার ইলহান ওমর-রাশিদা তালিব, ‘জীবন ঝুঁকিতে’-মানবজমিন

ক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের মুসলিম মার্কিন সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবের বিরুদ্ধে আক্রমণের মাধ্যমে ইসলামভীতি ছড়িয়ে দিচ্ছে আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি)। এর মধ্য দিয়ে তারা এসব মুসলিম কংগ্রেস সদস্যের বিরুদ্ধে হামলায় উৎসাহ দিয়ে ঝুঁকিকে দ্বিগুন করছে বলে অভিযোগ করা হয়েছে।

ইলহান ওমরের একজন সহযোগী বলেছেন, এমন আক্রমণের মাধ্যমে প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে এআইপিএসি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ইসরাইলপন্থি এডভোকেসি গ্রুপ হলো এআইপিএসি। তারা দ্বিপক্ষীয় (বাইপার্টিসান) হিসেবে নিজেদের উপস্থাপন করে। কিন্তু মার্কিন কংগ্রেসে ইসরাইলের বিরুদ্ধে যেসব সদস্য সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে তারা দীর্ঘদিন বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। এটা করা হচ্ছে বিশেষ করে যারা ডেমোক্রেট, তাদের বিরুদ্ধে।

শূন্য কেন সিপিএম? হাফ ডজন ‘ভিলেন’ খুঁজে বার করলেন কেন্দ্রীয় কমিটির কমরেডরা-আনন্দবাজার

স্বাধীনতার পর দলের এমন বিপর্যয় কখনও হয়নি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলকে এ ভাবেই পর্যালোচনা করল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার পর মাত্র ১০ বছরের ব্যবধানে দল শূন্যে পৌঁছে গেল কী করে? এর পর্যালোচনা করতে দিয়ে বেশ কয়েকটি ‘ভিলেন’ বেছেছেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটরা।

কেন্দ্রীয় কমিটির রিপোর্টেবিপর্যয়ের ছ’টি মুখ্য কারণ (ভিলেন) দেখানো হয়েছে। যার নির্যাস-কার্যত আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের ধুয়ে দিয়েছেন দিল্লির এ কে গোপালান ভবনের কমরেডরা।

বিপর্যয়ের প্রথম যে কারণের উল্লেখ পর্যালোচনা রিপোর্টে করা হয়েছে, সেটি আদতে একটি সরল স্বীকারোক্তি। সেখানে বলা হয়েছে, একই সঙ্গে বিজেপি-র বিরোধিতা এবং তৃণমূলের ১০ বছরের শাসনকালের ত্রুটি তুলে ধরা সত্বেও বাংলার মানুষ সংযুক্ত মোর্চাকে ‘বিকল্প’ হিসেবে মনে করেনি।

দ্বিতীয় কারণে সংযুক্ত মোর্চা গঠন নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে জোট মানুষ ঠিক ভাবে নেয়নি বলেও মনে করেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। আব্বাসের আইএসএফ ‘ধর্মনিরপেক্ষ’ নীতির কথা বললেও তারা ‘মুসলিম সংগঠন’ হিসেবে পরিচিতি থেকে বেরিয়ে আসতে পারেনি বলে মনে করছেন গোপালন ভবনের নেতারা। ফলে ভোটাররা সেই জোটকে গ্রহণ করেননি। এই জোট কোনও ‘স্থায়ী সমাধান’ হতে পারে না বলেও রিপোর্টে উল্লেখকরা হয়েছে।

ভারতের উন্নয়নের পথে মাইলফলক হয়ে উঠবে, যানবাহন বাতিল নীতি চালু করে দাবি প্রধানমন্ত্রীর-আজকাল

শুক্রবার যানবাহন বাতিল নীতি চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি দাবি করলেন, এই নীতি ভারতের উন্নয়নের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। দেশের তরুণ সম্প্রদায়কে এই বিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এরই সঙ্গে তিনি বলেন, আগামী ২৫ বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে।

Image Caption

যদিও আগে থেকেই এই Vehicle scrappage policy নিয়ে কাজ করছে কেন্দ্র। আর আজ এই নীতি চালু করার ঘোষণা করে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘এই নীতি রাস্তা থেকে পুরনো এবং দূষিত উদ্রেককারী যানবাহনকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে। যার ফলে সকল নাগরিকের জীবনে, শিল্পক্ষেত্রেও পরিবর্তন আসবে। গতিশীলতা কোন দেশের অর্থনৈতিক উন্নতিকে তরান্বিত করে। সরকারের এই সিদ্ধান্তের পিছনে উদ্দেশ্য দূষণমুক্ত করা।’ এরই সঙ্গে বলেন, ‘নতুন নীতির ফলে দূষণ ছড়ানো গাড়িগুলিকে বিজ্ঞানসম্মতভাবে সরিয়ে নেওয়া হবে। যার ফলে দেশের পরিবেশ আরও বিশুদ্ধ হবে।’

দেশের রাজনীতিতে নাক গলাচ্ছে Twitter’, BJP-র সঙ্গে আঁতাতের অভিযোগ Rahul Gandhi-র-সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধীর (Rahul Gandhi) টুইটার (Twitter) অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে সপ্তাহখানেক হল। কেবল তিনিই নন, কংগ্রেসের (Congress) একাধিক টুইটার হ্যান্ডলের উপরেও সাময়িক কোপ পড়েছে। এই পরিস্থিতিতে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের উপরে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।তিনি অভিযোগ তুললেন, দেশের রাজনীতিতে নাক গলাতে চাইছে টুইটার। তাঁর ইঙ্গিত সরাসরি বিজেপির দিকেও। ইতিমধ্যেই একটি ‘হ্যাশট্যাগ’ প্রচারও করেছে কংগ্রেস- ‘বিজেপিসে (BJP) ডর গ্যয়া’।

শুক্রবার ইউটিউবে ‘টুইটারের ভয়ংকর খেলা’ শীর্ষক এক ভিডিও বিবৃতিতে রাহুল বলেন, ”আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে রাজনীতিতে নাক গলানোর জন্য়ই। একটি সংস্থা ব্য়বসা করতে গিয়ে যেভাবে আমাদের রাজনীতির সংজ্ঞা তৈরি করার চেষ্টা করছে একজন রাজনীতিবিদ হিসেবে সেটা আমি একেবারেই পছন্দ করছি না।” তাঁর দাবি, ”এটা দেশের গণতন্ত্রের উপরে আক্রমণ।”

পার্সটুডে/ বাবুল আখতার /১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ