শরীয়তপুরে বিশ্বনন্দিত কবি ও সুফিসাধক মাওলানা রুমির বর্ণাঢ্য স্মরণসভা
বিশ্বনন্দিত ফার্সি কবি, দার্শনিক ও সুফি সাধক মাওলানা জালাল উদ্দিন রুমির জন্মদিনকে (৩০ সেপ্টেম্বর) সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চিশতীনগর খানকায়ে চিশতীয়ায় এক বর্ণাঢ্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সরকারি এম এম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আসরারুল হক চিশতী। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার ও ইরানের আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব আবু সালেহ।
পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিশতীনগর খানকায়ের চিশতীয়ার বর্তমান সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ গোলাম মোদাসসের মাওলা। বক্তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কবি ও উঁচুস্তরের ওলি মাওলানা রুমি (রহ.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উপলক্ষে ‘হযরত জালাল উদ্দিন রুমির জ্যোতির্ময় জীবনালেখ্য ও বৈশিষ্ট্য’ বিষয়ে দেশব্যাপী রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ এবং শরীয়তপুরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার প্রথম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল দ্বিতীয় এবং দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতিতে মাস্টার্সের ছাত্রী আরিফা খাতুন রুবি এবং পন্ডিতসার টি এম গিয়াসউদ্দীন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী জেবা তাসনিয়া মনিকা যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন। পন্ডিতসার টি এম গিয়াসউদ্দীন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবন্য ৪র্থ স্থান এবং করকারী পূর্বমাদারিপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া ৫ম স্থান অধিকার করেন। ১ম থেকে ৫ম স্থান অধিকারকারীগণ অবস্থান অনুযায়ী পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি ১২ জনকে শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে রুমির বাংলায় অনূদিত কবিতা আবৃত্তি করেন ঢাকার ঋদ্বস্বর আবৃত্তি একাডেমির ছাত্রী সারিকা আহমেদ মৃদুলা এবং সরকারি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি প্রশিক্ষক আবদুল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম-এর শুভেচ্ছা বাণী পাঠ করেন ঢাকা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ গোলাম মোগনী এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার খন্দকার তাহমিনা নিশাদ এলিন।
অনুষ্ঠানে চিশতীনগর কাওয়াল গ্রুপ হযরত রুমি রচিত দুইটি ফার্সি গজল পরিবেশন করেন। শ্রোতাদের মধ্যে গজল দুটির বাংলা উচ্চারণ ও অর্থ সংবলিত পত্র বিতরণ করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।