বাংলাদেশে করোনাভাইরাস
এবারও অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, শিক্ষকদের জন্য চারদফা নির্দেশনা
স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। করোনাভাইরাসের কারণে গত বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি । শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মনে হয় না জেএসসি নেবার সুযোগ পাব। সামনেই এসএসসি-এইচএসসি আছে। তবে আমাদের শ্রেণি সমাপনীটা সব ক্লাসে হবে। সেটা অষ্টম শ্রেণিরও হবে।’
পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক শ্রেণিতে যে মূল্যায়ন হয় সেটা হবে। অ্যাসাইনমেন্ট চলছে; সময় যা আছে আলাদা করে বোধ হয় এবার জেএসসি পরীক্ষা নেয়ার সুযোগ আর থাকছে না। যদিও আমাদের প্রস্তুতি ছিল।’ শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের তাগিদ দেন শিক্ষামন্ত্রী।
নতুন পরিমার্জিত শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী জানান, এটির পাইলটিং চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে এবং ২০২৩ সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। নতুন পাঠক্রমে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।
ওদিকে, দীর্ঘ ছুটি শেষে সম্প্রতি খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণ রোধে নতুন করে শিক্ষকদের জন্য চার দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সব সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে এসব নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণিকক্ষে প্রবেশের পর শিক্ষকগন প্রথমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেবেন। বিশেষ করে শিক্ষার্থীর পরিবারের কেউ করোনায় আক্রান্ত বা করোনার কোনো লক্ষণ (জ্বর, সর্দি, কাশি ইত্যাদি) আছে কি না, তার খোঁজ নেবেন। কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনা বা করোনার লক্ষণ থাকলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন শিক্ষকেরা। প্রতিষ্ঠানপ্রধান ওই শ্রেণিকক্ষের শিক্ষক ও সব শিক্ষার্থীর দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্ট করার ব্যবস্থা নেবেন।
শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক, উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিজ নিজ আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনাবলী বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য বলা হয়েছে মাউশির পক্ষ থেকে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।