সাফ চ্যাম্পিয়নশিপ
ভারতকে রুখে দিল ‘১০ জনের’ বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড সাতবারের শিরোপাজয়ী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১০ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্রয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল অস্কার ব্রুসনের দল। ম্যাচের ২৬ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। উজ্জান্ত সিংয়ের ক্রসে সুনীল চমৎকার শটে লক্ষ্যভেদ করেন। বাংলাদেশের বিপক্ষে এটি তাঁর ষষ্ঠ গোল।
অবশ্য ১১ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ইব্রাহিমের ক্রসে মতিন মিয়া পা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু এক ভারতীয় ডিফেন্ডার রক্ষা করেন।
২৭ মিনিটে মতিন মিয়ার ব্যাক পাসে বিপলু আহমেদের শট সাইডবার ঘেষে বল বাইরে চলে যায়।
ম্যাচে বাংলাদেশ সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করে ৪০ মিনিটে। চার জন ফুটবলার এক সঙ্গে আক্রমণে গিয়েও পারেননি গোল আদায় করতে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দশ জনের দল পরিণত হয় বাংলাদেশ। বিশ্বজিৎ ঘোষ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে বেশ ক্ষতি হয় লাল-সবুজের দলের।
কিন্তু ম্যাচে এর প্রভাব পড়তে দেননি খেলোয়াড়রা। ৭৫ মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। ইয়াসিন আরফাত দলকে হারের হাত থেকে রক্ষা করেন। কর্নার থেকে রাকিব হোসেনের মাথা ছুঁয়ে বল পয়ে আলতো হেডে ভারতের জালে বল জড়ান এই ডিফেন্ডার।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্র বাংলাদেশের কাছে জয়ের সমানই বলা যায়।
এবারের সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা অস্কার ব্রুসনের দলের দুই ম্যাচের পয়েন্ট ৪। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।