বাংলাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ: মন্ত্রী বললেন ‘কারিগরি ত্রুটি’
https://parstoday.ir/bn/news/bangladesh-i98652-বাংলাদেশে_থ্রিজি_ও_ফোরজি_ইন্টারনেট_সেবা_বন্ধ_মন্ত্রী_বললেন_কারিগরি_ত্রুটি’
বাংলাদেশের কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, বিক্ষোভ এবং চাঁদপুরে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হওয়ার প্রেক্ষাপটে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৫, ২০২১ ১৩:১৬ Asia/Dhaka
  • বাংলাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ: মন্ত্রী বললেন ‘কারিগরি ত্রুটি’

বাংলাদেশের কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, বিক্ষোভ এবং চাঁদপুরে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হওয়ার প্রেক্ষাপটে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার সকালে কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের ছবি-ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর কুমিল্লাসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে বুধবার থেকেই ছয় জেলায় মোবাইল ফোনে উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। এরপর আজ ভোর থেকে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কথা জানান ব্যবহারকারীরা।

শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তারা বলছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।