লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i99902-লালমনিরহাট_সীমান্তে_বিএসএফের_গুলিতে_দুই_বাংলাদেশি_নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে আজ (শুক্রবার) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪০) এবং মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪২)।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১২, ২০২১ ১৩:৪৪ Asia/Dhaka
  • বিএসএফ (ফাইল ফটো)
    বিএসএফ (ফাইল ফটো)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে আজ (শুক্রবার) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মালগড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪০) এবং মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪২)।

এ বিষয়ে গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানিয়েছেন, "আসাদুজ্জামান, ইদ্রিসসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। লালমনিরহাটের কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের বুড়িরহাট সীমান্তের ৯১৭ মেইন পিলারের অধীন পাঁচ নম্বর সাব–পিলার এলাকায় পৌঁছলে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার গুনজরির চওড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ইদ্রিস ও আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁদের লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে।"

এ বিষয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন জানান, দুই জন নিহতের খবর পাওয়া গেছে।

এর আগে গত ২৯ আগস্ট রোববার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে  বিএসএফেরগুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন।

ভারতের কোচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যদের ছোড়া গুলিতে নিহতরা হলেন- ইউনুস আলী (২৬) বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুলের ছেলে এবং সাগরের (২৭)। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।