বিস্ময়করভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i137620-বিস্ময়করভাবে_নিজেদের_হামলার_বিস্তার_ঘটানোর_হুমকি_দিল_ইয়েমেন
ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় তার গণহত্যা অব্যাহত রাখলে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার সানায় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৪, ২০২৪ ১৪:৩৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় তার গণহত্যা অব্যাহত রাখলে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার সানায় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “গাজা আমাদের জন্য রেড লাইন। ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন এবং এসব বিষয়ে আমরা আপোষ করব না।”

জেনারেল সারিয়ি বলেন, “আমরা এমন লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করেছি যা শত্রু কখনও কল্পনাও করেনি। এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণেরও কল্পনায় এসব ছিল না।”

সারিয়ি সতর্ক করে দিয়ে আরো বলেন, যেসব কোম্পানি ইসরাইলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয়;  সেসব কোম্পানির বিরুদ্ধে ইয়েমেন নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না। এরপর ওইসব কোম্পানির যেকোনো জাহাজ ইয়েমেনের হামলার আওতায় আসলেই সেগুলোতে হামলা চালানো হবে এবং তখন আর সেগুলোর গন্তব্য লক্ষ্য করা হবে না।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু যদি গাজায় গণহত্যা চালিয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছায় ও শক্তিতে আমরা গাজাবাসীর সমর্থনে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অভিযান শুরু করব। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪