'সোলাইমানি হত্যায় মার্কিন সন্ত্রাস বিশ্বব্যাপী মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত’
(last modified Wed, 15 May 2024 04:27:12 GMT )
মে ১৫, ২০২৪ ১০:২৭ Asia/Dhaka
  • 'সোলাইমানি হত্যায় মার্কিন সন্ত্রাস বিশ্বব্যাপী মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার সংস্থা ‘হাই কাউন্সিল ফর হিউম্যান রাইটস’র প্রধান কাজেম গরিবাবাদী বলেছেন, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের শীর্ষ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানীকে মার্কিন সন্ত্রাসী সেনারা হত্যা করার মধ্য দিয়ে যে অপরাধ করেছে সে বিষয়টি আন্তর্জাতিক সমাজের মনোযোগের কেন্দ্র বিন্দুতে পরিণত হওয়া উচিত। 

মার্কিন সরকারের মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে অপরাধযজ্ঞের বিষয়টি নিয়ে গতকাল (মঙ্গলবার) এক পর্যালোচনা সভায় একথা বলেন কাজেম গরিবাবাদী।

তিনি বলেন, আমরা অবশ্যই ইরানি জাতিসহ বিভিন্ন দেশ এবং মানবতার বিরুদ্ধে মার্কিনদের অপরাধগুলো চিহ্নিত করব, গুরুত্ব দিয়ে তুলে ধরবো এবং প্রকাশ করব। মার্কিনিদের এসব অপরাধযজ্ঞ অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ করা হবে।

সন্ত্রাসবাদ এবং জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে ইরানের এ কর্মকর্তা বলেন, জেনারেল সোলাইমানির ওপর মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলার বিষয়ে অবশ্যই বিশেষ মনোযোগ দেয়া হবেএই ইস্যুতে আদালতের প্রথম অধিবেশন ১৯ জুন অনুষ্ঠিত হবে এবং জেনারেল সোলাইমানির শাহাদাতে জড়িত থাকার বিষয়ে ৭০ জন মার্কিন আসামীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে।

কাজেম গরিবাবাদি তার বক্তব্যের অন্যখানে বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার অংশীদার হচ্ছে আমেরিকা। ওয়াশিংটন এই অপরাধযজ্ঞের প্রতি তার পূর্ণ সমর্থন দিয়েছে এবং ইহুদিবাদীদেরকে সব ধরনের সহযোগিতা করছে। ফিলিস্তিনে দখলদার ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে সে বিষয়ে আন্তর্জাতিক অদন্তের ক্ষেত্রে সবসময় আমেরিকা বাধা সৃষ্টি করেছে। কথিত মানবতাবাদী মার্কিন সরকার বর্ণবাদী ইসরাইল সরকারকে রাজনৈতিক, সামরিক এবং আর্থিকভাবে সাহায্য করে চলেছে। ফলে চলমান গাজা আগ্রাসনের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি আমেরিকার ভূমিকাও বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা দরকার।”#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ