ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোখবেরকে ফোন করলেন প্রেসিডেন্ট পুতিন
(last modified Tue, 21 May 2024 05:05:48 GMT )
মে ২১, ২০২৪ ১১:০৫ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও মোহাম্মদ মোখবের
    ভ্লাদিমির পুতিন ও মোহাম্মদ মোখবের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের সাথে গতকাল (সোমবার) টেলিফোনে কথা বলেছেন। ইরানের উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শাহাদাত বরণ করার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোখবের। এরপর পুতিন তাকে ফোন করলেন। 

টেলিফোন আলাপের রুশ প্রেসিডেন্ট ইরানের সরকার এবং জনগণকে এই মর্মান্তিক ক্ষতির জন্য গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক জোরদার করার যে নীতি গ্রহণ করেছিলেন তাকে অনুসরণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

টেলিফোন আলাপে মোহাম্মদ মোখবের ইরানের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরো বেশি সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানান। 

রোববার প্রেসিডেন্ট রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর মস্কোয় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালিকে প্রেসিডেন্ট পুতিন তার দপ্তরে আমন্ত্রণ জানান এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানা ও বোঝার চেষ্টা করেন। সে সময় তিনি ইরানকে সহযোগিতার জন্য রাশিয়ার সর্বোচ্চ প্রস্তুতির কথা ঘোষণা করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ