মে ২২, ২০২৪ ১৫:১৬ Asia/Dhaka
  • আমির-আব্দুল্লাহিয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন বিচার বিভাগের প্রধান

ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শোক ও সমবেদনা জানিয়েছেন বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।

তিনি আমির-আব্দুল্লাহিয়ানকে একজন ‘বিপ্লবী কূটনীতিক’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ অক্ষের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন।

ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, আমির-আব্দুল্লাহিয়ান ছিলেন একজন কূটনীতিক ও বিপ্লবী ব্যক্তিত্ব। তিনি একদিকে যেমন আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছেন তেমনি তিনি প্রতিরোধ ফ্রন্টের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মোহসেনি-এজেই আরও উল্লেখ করেন যে, আমির-আব্দুল্লাহিয়ান কূটনীতি এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে এক-মাত্রিক পদ্ধতি ব্যবহার না করে একটি ‘বিচক্ষণ ও বিজ্ঞ’ পদ্ধতি অনুসরণ করেন। ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনার শহীদরা দেশ ও জনগণের অবস্থার উন্নতির জন্য আজীবন যথাসাধ্য চেষ্টা করে গেছেন এবং সে প্রচেষ্টারত অবস্থাতেই তারা শহীদ হয়েছেন। এজন্য তিনি শহীদদের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেন।#

পার্সটুডে/এমএমআই/২২                

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ