ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
হেলিকপ্টার দুর্ঘটনায় ক্ষতি ক্রমবর্ধমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না
-
শহীদ প্রেসিডেন্ট রায়িসি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হওয়ার পরেও ইরানের ক্রমবর্ধমান আন্দোলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক ভূমিকায় কোন বিঘ্ন সৃষ্টি হবে না।
আজ (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে নাসের কানয়ানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরান অত্যন্ত জনপ্রিয়, দক্ষ এবং কঠোর পরিশ্রমী একজন প্রেসিডেন্টকে হারিয়েছে। পাশাপাশি একজন দক্ষ ও যোগ্য পররাষ্ট্রমন্ত্রী শহীদ হয়েছেন।
কানয়ানি তার পোস্টে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রজ্ঞার পাশাপাশি ইরানি জাতির মহানুভবতা ও সতর্কতার প্রশংসা করেন। তিনি বলেন, "এমন একজন জ্ঞানী নেতা ও সচেতন জনগোষ্ঠী থাকার কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্রমবর্ধমান আন্দোলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এর গঠনমূলক ও কার্যকর ভূমিকায় কোনো ব্যাঘাত ঘটবে না।"
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যু অবশ্যই ইরানের কূটনৈতিক ব্যবস্থার জন্য ক্ষতি কিন্তু ইরান তার বিভিন্ন প্রতিষ্ঠানকে এমন ভিত্তির উপর দাঁড় করিয়েছে যার মূলে রয়েছে ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনীর চিন্তাভাবনা ও আদর্শ এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দৃষ্টিভঙ্গি ও সংবিধানের মূলনীতি।
গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।