‘ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে’
(last modified Thu, 30 May 2024 11:36:49 GMT )
মে ৩০, ২০২৪ ১৭:৩৬ Asia/Dhaka
  • রাফায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন
    রাফায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চূড়ান্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ। 

অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে তাঁবু-নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালিয়ে বহু সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করার প্রতিবাদে জাতিসংঘের বিশেষজ্ঞরা এই আহ্বান জানালেন।

গত রোববার রাতে রাফাহ শহরের তেল আল-সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালায় যাতে ৫০ জন শহীদ এবং আড়াইশ ব্যক্তি আহত হন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। 

ইসরাইলের এই হামলার পর বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি রাফাহ শহরে আগ্রাসন বন্ধের যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের দাবি করছে বিশ্ব সম্প্রদায়।

জাতিসংঘ বিশেষজ্ঞ গ্রুপটি বলেছে, রাফাহ থেকে ধ্বংস, বাস্তুচ্যুতি এবং মৃত্যুর বীভৎস চিত্র ফুটে উঠেছে যার মধ্যে শিশুদেরকে ছিন্নভিন্ন করা এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা রয়েছে। সরেজমিন প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে যে, ইসরাইল নির্বিচারে এবং অসামঞ্জস্যপূর্ণভাবে এই হামলা চালিয়েছে। ইসরাইলি হামলার সময় লোকেরা প্লাস্টিকের তাঁবুতে আগুনের মধ্যে আটকা পড়েছিল, যার ফলে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।