রাফাহ হামলা সম্পর্কে নেতানিয়াহু 'মিথ্যা বিভ্রান্তি’ ছড়াচ্ছেন
https://parstoday.ir/bn/news/event-i138150-রাফাহ_হামলা_সম্পর্কে_নেতানিয়াহু_'মিথ্যা_বিভ্রান্তি’_ছড়াচ্ছেন
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য গাদি আইজেনকোট বলেছেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরের হামলা ও বিজয় সম্পর্কে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ৩০, ২০২৪ ১৯:১৫ Asia/Dhaka
  • রাফায় ইসরাইলি বোমা হামলা
    রাফায় ইসরাইলি বোমা হামলা

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য গাদি আইজেনকোট বলেছেন, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরের হামলা ও বিজয় সম্পর্কে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। 

ইসরাইলের মধ্যাঞ্চলে গতকাল (বুধবার) বার্ষিক সম্মেলনে দয়া বক্তৃতায় একথা বলেন আইজেনকোট। তিনি বলেন, নেতানিয়াহু জনগণের মধ্যে এই মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে, তিনি রাফাহ শহরে হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে যাচ্ছেন।

নেতানিয়াহু বলে আসছেন, হামাসের সক্রিয় চারটি ব্রিগেডকে গাজার রাফাহ শহরে নির্মূল করে হবে এবং ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর হাতে থাকা ইসরাইলি বন্দীদের মুক্ত করা হবে। 

এ সম্পর্কে আইজেনকোট বলেন, যারা বলছেন রাফা শহরে আমরা কয়েকটি ব্যাটালিয়ানকে নির্মূল করব এবং বন্দীদেরকে ফিরিয়ে আনব তারা মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।