ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার অভিযোগ প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন
-
জয়রাম রমেশ ও অমিত শাহ
ভারতের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তা প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন।
অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জয়রাম রমেশ নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, "জেলা শাসকদের সঙ্গে ফোনে আলোচনা করছেন বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। এখনও পর্যন্ত ১৫০ জন জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। এটা ভীতির পরিবেশ তৈরির চেষ্টা এবং এর থেকে প্রমাণিত হয়, বিজেপি কতটা মরিয়া।"
এ অভিযোগের পর পরই ইস্যুটি আমলে নিয়েছে নির্বাচন কমিশন। তারা বলেছে, কোনো অভিযোগ পায়নি। এক্ষেত্রে জয়রাম রমেশকে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রমাণ দিতে সময় বেধে দেয়। কিন্তু জয়রাম রমেশ কমিশনের কাছে তথ্যপ্রমাণ হাজির করার জন্য এক সপ্তাহ সময় চান। কমিশন তার এই অনুরোধ প্রত্যাখ্যান করে।
এর আগে কমিশন জানায়, তারা কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে কোনো রকম অভিযোগ পায়নি। এমন অবস্থায় জয়রাম রমেশের অভিযোগের জবাবে নির্বাচন কমিশন বলেছে- "আপনার অভিযোগ হলো, পার্লামেন্টের প্রায় ১৫০টি আসনে জেলা ম্যাজিস্ট্রেটরা প্রভাব বিস্তার করেছেন। তারা নির্বাচনে আরও/ডিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে। এর পবিত্রতার ওপর বড় রকমের প্রভাব পড়বে এ অভিযোগ। আপনি যেমনটি অভিযোগ করেছেন, তেমন কোনো অন্যায় প্রভাব বিস্তারের কথা নির্বাচন কমিশনের কাছে লেখা ২রা জুনের চিঠিতে কোনো জেলা ম্যাজিস্ট্রেট রিপোর্ট করেননি। তাই সময় বাড়ানোর যে আবেদন আপনি করেছেন এখানে কমিশন তা সরাসরি প্রত্যাখ্যান করছে। যথাসময়ের মধ্যে জবাব দিতে না পারায় এটা ধরে নেয়া হবে যে, যা বলেছেন তার কোনো যথার্থতা নেই। নির্বাচন কমিশন তাই যথাযথ পদক্ষেপ নেবে।"#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩