নেতানিয়াহু সরকারের রাজনৈতিক সংকট ঘনীভূত
ইসরাইলি মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করছেন বেনি গান্তজ!
-
বেনি গান্তজ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করতে পারেন ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্তজ।
আজ (শনিবার) রাতে তিনি তেল আবিবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু সরকারের পতন ঘটলে এবং আগাম নির্বাচন হলে গান্তজের প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইসরাইলি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি জানিয়ে ন্যাশনাল ইউনিটি পার্টি গত সপ্তাহে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে।
এদিকে, ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার উপর বোমাবর্ষণ বন্ধ করলেই জোট সরকারের মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কথিত নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।
এ অবস্থায় গান্তজ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালে নেতানিয়াহু সরকারের ভারসাম্য নষ্ট হবে এবং অবৈধ এই রাষ্ট্রের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। গান্তজকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্বে এবং আরব দেশগুলোতে নেতানিয়াহুর চেয়ে কম পাগলাটে হিসেবে দেখা হয়।
সাবেক সেনাপ্রধান গান্তজ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে নেতানিয়াহু সরকারের ওপর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বেড়ে যাবে।
গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে হামাসের হাতে আটক অবশিষ্ট ইসরাইলি পণবন্দিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় বর্তমানে হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। গত নভেম্বরে এমন একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে আটক ১০৫ ইহুদিবাদী পণবন্দি মুক্তি পেয়েছিল।
গতমাসে কাতার ও মিসর গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করে সেখান থেকে পণবন্দিদের মুক্ত করার লক্ষ্যে একটি প্রস্তাবনা তুলে ধরেছিল। হামাস ওই প্রস্তাবনা মেনে নিলেও ইহুদিবাদী সরকার তা প্রত্যাখ্যান করেছে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।