জুন ১০, ২০২৪ ১৪:৪৬ Asia/Dhaka
  • বেনি গান্তজ ও গাদি আইজেনকোট
    বেনি গান্তজ ও গাদি আইজেনকোট

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দুই মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার রাজনৈতিক ব্যবস্থা ধ্বংসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হামাস মুখপাত্র সামি আবু জহুরি আজ (সোমবার) এই মন্তব্য করেন।

হামাসের এ সিনিয়র কর্মকর্তা বলেন, চূড়ান্ত পরিণতিতে ইসরাইল ভেঙে যাবে এবং তার আগে এই দুই মন্ত্রী ইসরাইলি প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের পদত্যাগের কোনো শেষ নেই। এটি ইসরাইলের রাজনৈতিক ব্যবস্থার পতনের দিকে ইঙ্গিত করছে।” 

সামি আবু জহুরি জোর দিয়ে বলেন, নেতানিয়াহু বা বেনি গান্তজ যিনিই ক্ষমতায় থাকুন না কেন ফিলিস্তিনিদের জন্য বিশেষ কোনো পার্থক্য নেই, তারা সবাই একইভাবে ফিলিস্তিনিদের রক্তপাত ঘটাতে অভ্যস্ত। 

গতকাল বেনি গান্তজ এবং আইজেনকোট ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর বেনি গান্তজ তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে আগাম নির্বাচন দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০

ট্যাগ